৬ষ্ঠ শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি ২০২৫: জুনের দ্বিতীয় সপ্তাহেই প্রকাশ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিটি জুনের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিষয়টি দৈনিক শিক্ষা ডটকম-কে নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, ইতোমধ্যেই গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এবং ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য সংগ্রহ চলছে। এ ছাড়া আরো কিছু আনুষঙ্গিক কাজ শেষ হলেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।