১৮তম এনটিআরসিএ ফল প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি, সম্ভাব্য তারিখ ৪ জুন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিগগিরই ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহেই ১৮তম এনটিআরসিএ ভাইভা রেজাল্ট ২০২৫ প্রকাশিত হবে।
এনটিআরসিএর কর্মকর্তারা জানান, ঈদের ছুটির আগেই ফল প্রকাশের জন্য জোর প্রস্তুতি চলছে। বুধবার (২৮ মে) এক কর্মকর্তা বলেন, “আমরা চেষ্টা করছি ঈদের আগেই ১৮তম নিবন্ধনের ফল প্রকাশ করতে।”
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার, ৪ জুন ২০২৫ তারিখে ফলাফল প্রকাশ হতে পারে। তবে উক্ত কর্মকর্তা আরও জানান, “যদি কোনো কারণে ওইদিন ফল প্রকাশ সম্ভব না হয়, তাহলে তা ঈদের পর প্রকাশ করা হবে।”
ভাইভা পরীক্ষার প্রক্রিয়া দ্রুত শেষ করতে প্রতিদিন প্রার্থীদের তথ্য এন্ট্রি করা হচ্ছে। ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা আগামীকাল, বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) শেষ হওয়ার কথা রয়েছে। সব তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষ হলে পরবর্তী সপ্তাহেই চূড়ান্ত ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৩ সালের ২ নভেম্বর। ওইদিন এনটিআরসিএ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন, যা ছিল রেকর্ডসংখ্যক।
১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১৫ মার্চ। এতে মোট ৪৭৯,৯৮১ জন প্রার্থী উত্তীর্ণ হন—যার মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯,৫১৬ জন, স্কুল পর্যায়ে ২,২১,৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২,২৮,৮১৩ জন।
পরবর্তীতে, লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ১৪ অক্টোবর ২০২৪ তারিখে। এতে মোট ৮৩,৮৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন, যা লিখিত পরীক্ষায় গড় পাশের হার ছিল ২৪ শতাংশ।