৪৮তম বিশেষ বিসিএস: চিকিৎসক নিয়োগে পিএসসির নতুন ঘোষণা, নিয়োগ পাবেন ৩ হাজার
বাংলাদেশে আবারও আসছে একটি নতুন বিশেষ বিসিএস। সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিশেষ বিসিএসের আওতায় মোট তিন হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা দিয়েছে। পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।
এই নিয়োগের মধ্যে সহকারী সার্জন হিসেবে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
পিএসসি জানায়, ৪৮তম বিশেষ বিসিএসে পরীক্ষার মোট নম্বর থাকবে ৩০০। এর মধ্যে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।
জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সংশোধিত আদেশ জারি করেছে গত মঙ্গলবার।
লিখিত পরীক্ষার ২০০ নম্বরের মধ্যে বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হবে এভাবে:
- বাংলা: ২০
- ইংরেজি: ২০
- বাংলাদেশ বিষয়াবলি: ২০
- আন্তর্জাতিক বিষয়াবলি: ২০
- মানসিক দক্ষতা: ১০
- গাণিতিক যুক্তি: ১০
- সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়: ১০০
এমসিকিউ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
পিএসসির এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ১০০ নম্বর থাকবে মেডিকেল সায়েন্সে এবং ১০০ নম্বর থাকবে সাধারণ বিষয়ে।
এ বিষয়ে পিএসসি শিগগিরই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানা গেছে।